তুমিও প্রেমের মতোই দুর্বোধ্য

তোমাকে আমার প্রেমের মতোন
মনে হয়
মনে হয় গাঢ় লাল
একথোকা কৃষ্ণচূড়া
প্রেমেরই মতোন দুবোধ্য
তুমি কি প্রেম বুঝতে পারো
‘চোখের ভাষা কিভাবে পড়ে’,
প্রেম কি অতি দুর্বোধ্য নয়
রমনীর মত?

তোমাকে আমার প্রেমেরই মতোন
মনে হয়
মনে হয় ড্রয়িংরুমে ফ্ল্যাস বাল্ভ
উজ্জ্বল জ্বলছে
তুমি কি যৌবন বুঝতে পারো
রমনীয় স্তনের কোমলতা
এসবও কি দুর্বোধ্য নয়
জীবনের মতো?

প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য
এবং তুমিও তোমার
প্রেমের মতোই দুর্বোধ্য।

(২৯.৯.১৯৭৩)