উড্ডীন সবুজ চিল

আজকে এমন যুবতী দুপুরে
নিশ্চয়ই নীল বাতাসে উড়বে চিল-
তাকে উড়তে দাও- উড়তে দাও।
বিধবা বালুচর নির্লিপ্ত থাক
কি হবে গোলাপী আঁচলে
শুধু তাকে উড়তে দাও- উড়তে দাও।

দৃষ্টির বাইনোকুলারে সাদা চোখ
রক্ত হীনতায় ভুগে শেষ হোক
শুধু তাকে উড়তে দাও উড়তে দাও
নবোম মেঘের নিবিড় পেখমে
তাকে আঁকতে দাও রঙিন ম্যুরাল
তাকে ধরতে দাও সূর্যের অসীমতা
নীহারিকা কুমারীকে স্বয়ম্বরায়
মালা নিয়ে আসতে দাও সম্মুখে।

এখনো সবুজ আকাশ শিরিষ রৌদ্র
এখনো চোখের পাতায় আবরন।
ওকে দেখতে দাও আকাশের ইথার
ওকে ধরতে দাও চন্দ্রের অক্সিজেন
ওকে হারাতে দাও সূক্ষ পরমানুকে
মঙ্গলকে আনতে দাও পড়শীর ঘরে।

তোমাদের কালো তীর ছুঁড়ো না
তোমাদের ধূসর বন্দুক নীরব রাখো
ওকে শুধু উড়তে দাও আরো উপরে।
তোমরা চেয়ে দ্যাখ সবুজ চিল
মহাশূন্য ভেদ করেই চলে যাবে-

ওকে শুধু উড়তে দাও উড়তে দাও।