উন্মোচনের ঘ্রান

তার সবদিক বিস্ময়ে ঘেরা সন্দেহ
তার সবদিকে আশংকাদের চতুর চলাফেরা
বিস্ময় জুড়ে জেগে থাকা আর ঘরের দরোজাগুলো
তার চারিদিকে লতাপাতাময় নিবিড় আচ্ছাদান।

কোন বকুল ভোরে খুলেছিলো তার ঘর
আলোর মাদুরে একে একে তাকে খুলে
মেলে রেখেছিলো স্মৃতি বিস্মৃতিগুলো
কোন বকুল ভোরে আমার ভেতর খুলেছিলো তার
সন্দেহের আবরণ!

ধ্বনি থেকে গ্যাছে প্রতিধ্বনিতে
তবু জেগে আছি বিপরীত জলে একা,
য্যানো দ্বৈরথ এসে থেমে দাঁড়িয়েছি বিমুখি পথের কাছে

বুকে হাত রেখে বুঝেছি আছে
ধ্বনি নেই আছে প্রতিধ্বনির ছায়া।

তার সবদিক বিস্ময়ে ঘেরা সন্দেহ
তার মাঝে সে-ই খুলে আছে তাকে
উন্মোচনের ঘ্রান,
কোন বকুল ভোরে আমার ভেতর খুলেছে সে তার
সন্দেহের আবরণ।