ভাগ্য নামক জ্যামিতিক ভগ্নাংশ

কান্না জমে থাকে বরফের মতো
গোপনে বুকের ভেতর
জমে থাকে কান্নার মেঘ।
মেঘ হয়ে বর্ষা হয়
মেঘে মেঘে ঘর্ষনে জন্মে তড়িৎ
সংজ্ঞাহীন নিয়ম এক
জ্যামিতিক সংজ্ঞা জ্যামিতিক ভগ্নাংশ।

জীবনের সমস্ত প্রেম অভিমান হয়ে গেলে
সমস্ত কান্না বিরহ হলে,

নিজস্ব প্রেমপ্রীতিহীন সুটকেসখানা
বা হাতে তুলে নিয়ে যদি হেঁটে যাই
চির পরিচিত ফুটপাত বেয়ে
মুদিখানার ছড়ানো প্যাকেটগুলো
গৃহিনীর বাড়তি আয় পুরোনো পত্রিকা

আর আমাদের হতাশার জঞ্জালসমূহ
প্রেম স্নেহহীন সুটকেসে ভরে নিলে
নিউ ক্যাপিটালের প্রতিষ্ঠা নামক ডাবল ডেকার।
বিষণ্ণ মধ্যাহ্নে আমাকে কখনো
তুলে নেবে না, হায় তুলে নেবে না।
কেননা ভাগ্য নামক জ্যামিতিক ভগ্নাংশের
গোপন নিয়ম আমার জানা ছিল না।

তাই আমার এবং আমাদের অংকসমূহ
আজো উত্তরে গরমিল রয়ে গ্যাছে।

(৪.১২.১৯৭৩)