আমি ভাঙায় গড়া মানুষ

মায়াবী এই আলোয় ওড়ায় মায়া ভাঙার ফানুস
যে জন ছিল গোড়ায়, তাকে পুড়িয়ে মারে মানুষ
আর যারা সব পথিক, শুধু তার পিছনে চলে
মানুষ গিয়ে ছোঁ মারে সেই এক মুঠি সম্বলে
স্বেচ্ছাচারী স্বাধীনতায়, তার মানে, ঐকিকে
জড়িয়ে করা বহু; যেমন করেছেন বাল্মীকি!
মানুষ কাকে বাঁচায়?
যদি এমনি ক’রে খাঁচায়
পোরে পাখির চেয়েও খালি
নিবিড়, নরম গেরস্থালি?
আমার ভয় করে, ভয় করে
কেবল ভয় করে, ভয় করে
যদি নিজেই তাকে মারি
এবং এটুকু তো পারিই, আমি ভাঙায় গড়া মানুষ।