বলেছে, হৃদয় তুমি

বাসনার সুতো আমি জ্বালিয়ে দিয়েছি মধ্যরাতে
পুড়েছে দেহের মুখ, পশ্চিমা জানালা
ওপারের নদী-বনে লেগেছে আগুন
তবু ভালোবাসা নামে এক পথিকৃৎ
পেয়েছিলো একদিন পথের ঠিকানা!

বাসনার সুতো তারই জ্বালিয়ে দিয়েছি মধ্যরাতে
সে গেছে দুরন্ত এক পাহাড়ের ধারে
কোলের পার্বতী নদী মাছরাঙা জল
বয়ে যায় সমগ্র নিষ্ফল
দেবতার কাছে ধ্যান, তার মতো হাতে
জ্বলন্ত হলুদ ফুল নিয়ে মধ্যরাতে
বলেছে, হৃদয় তুমি কোথা, কতদূর