বসন্তের মায়া

অকস্মাৎ প্রিয়- মিলনের মতো রঙিন শাড়ির
ঝলক ছড়িয়ে আমাদের
দু:খের ধূসর গুঁড়েগুলো বিস্মৃতির
অন্ধকারে ডুবিয়ে দাঁড়ায়
বসন্তের জ্বলজ্বলে আলো নিয়ে ধনীর প্রাসাদে,
দরিদ্রের বিরান আঙিনা আর ক্ষুধার্ত সংসারে।

গাছের শাখায় ফুল হাওয়ার সংস্রবে
যখন নীরবে দিব্যি সানন্দে দুলতে
থাকে,পথচারী
অথবা জানালা-ধরে-থাকা যুবতীর চোখ জুড়ে
কে জানে কী ছবি সব দোলে কিছুক্ষণ!
বসন্তের মায়া রয়ে যায় বাস্তবিক নানাভাবে।

১৫.০৩.২০০৫