জালা-কুঁজো সংবাদ

পেট মােটা জামা কয়, “হেসে আমি মরি রে
কুঁজো তোর হেন গলা এতটুকু শরীরে!”
কুঁজো কয়, “কথা কস্ আপনাকে না চিনে,
ভুড়িখানা দেখে তোর কেঁদে আর বাঁচি নে।”
জালা কয়, “সাগরের মাপে গড়া বপুখান,
ডুবুরিরা কত তোলে তবু জল অফুরান।”
কুঁজো কয়, “ভালো কথা! তবে যদি দৈবে,
ভুড়ি যায় ভেস্তিয়ে, জল কোথা রইবে?”
“নিজ কথা ভুলে যাস্?” জালা কয় গর্জে,
“ঘাড়ে ধরে হেঁট করে জল নেয় তোর যে!”
কুঁজো কয়, “নিজ পায়ে তবু খাড়া রই তো
বিঁড়ে বিনা কুপোকাৎ, তেজ তোর ঐ তো!”