লক্ষ্মী

হাত-পা-ভাঙা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা,
গালদুটি তার খাবলামতন চোখদুটি তার ফাঁকা,

কোথায়-বা তার চুলবিনুনি কোথায়-বা তার মাথা,
আধখানি তার ছিন্ন জামা, গায় দিয়েছেন কাঁথা।

পুতুলের মা ব্যস্ত কেবল, তার সেবাতেই রত
খাওয়ান, শেয়িান, অদির করেন, ঘুম ডেকে দেন কত।

বলতে গেলাম ‘বিশ্রী পুতুল’ অমনি বলেন রেগে-
‘লক্ষ্মী পুতুল, জ্বর হয়েছে তাই তাে এখন জেগে।’

দ্বিগুণ জোরে চাপড়ে দিল ‘আয় আয় আয়’ বলে-
নোংরা পুতুল লক্ষ্মী হয়ে পড়লো ঘুমে ঢুলে!