আমাদের সন্তানেরা

আমাদের সন্তানেরা অনাহারে অপুষ্টিতে বেঁচে থাকে আজ।
দুগ্ধবতী গাভি ছিল, বিষাক্ত নাগিন এসে খেয়ে গেছে দুধ।
ঘরে ঘরে কালসাপ ছােবলের ফণা তুলে অপেক্ষায় আছে,
আমার সংসার খাবে, আমার সমাজ খাবে, প্রিয় দেশ খাবে।
এখনও এ দেশে নেই কোনও ওঝা, ও সাপের বিষদাত ভাঙে।
তালিম দেবে কে তবে? বিশুদ্ধ সাহস কার? কোন গুরুজন?
তার মস্তিষ্কের ঘিলু খেয়ে গেছে ওই সাপ গােপন ঘাতক।

আমাদের সন্তানেরা করতলে ধরে আছে বিশীর্ণ জীবন,
প্রাপ্যটুকু নিয়ে গেছে, সুদিন পুড়িয়ে গেছে ভয়ানক চোর।
ঘরে ঘরে সেই চোর বাড়িয়ে দিয়েছে হাত, সর্বনাশা হাত।

সুখের জীবন নেবে, সমস্ত সুনিদ্রা নেবে, রক্তমাংস নেবে
এখনও এ দেশে নেই এমন মানুষ কেউ চোরটাকে ধরে
তালিম দেবে কে তবে? বিশুদ্ধ সাহস কার? কোন গুরুজন?
তার মস্তিষ্কের ঘিলু নিয়ে গেছে ওই চোর, গােপন ঘাতক।