দুঃসময়

সুসময় বেটে আমি কাঁচা হলুদের মতাে এর-ওর গায়ে আলতাে মাখাই
দুঃসময় শুধু নিভৃত আমার।
সকলে সকল কিছু নেয়, চাঁদমুখ, প্রতিভার দশটি আঙুল, খেলাধুলা।
পাপ ও পুণ্য গুলে কেউ খায়,
চুমুকে নিঃশেষ করে সবুজ অমৃত।

সকলে সকল কিছু নেয়, এত নেয়, এত সুখ
সুখের উঠোনে চাষবাস, এত ফুল, এত অনঙ্গ আনন্দ নেয়, নেয়
সব নেয়,
এসময়, ওসময়, এফোঁড়, ওফোঁড় করে সকল সময় নেয়,
দুঃসময় নেয় না মানুষ।