আশ্রয়

(অথচ মানুষ যায় নির্দ্বিধায় মানুষের দিকে)

মানুষের কাছে নয়, শেষাবধি আমি শিল্পের কাছেই ফিরি
শিল্পের উঠোনে ঘাস,
দুই পা ছড়িয়ে দেহ মেলবার মতাে।
শিল্পের আঁচল এত বড়
গড়িয়ে গড়িয়ে এলােমেলাে ঘুম যাই সারা দ্বিপ্রহর।

মানুষে বিশ্বাস নেই
আজ চুমু খেলে কাল ফেলে দেবে দূরে
আজ দূরে গেলে বুকে তুলে নেবে কাল।

মানুষে বিশ্বাস নেই
ঐশ্বর্যের ঝুড়ি ঢেলে দিয়ে মানুষই পারবে কেড়ে নিতে ফের সব,
মানুষই পারবে সুখ দিয়ে ফের দুঃখ দিতে অবিরাম।

খুঁজতে খুঁজতে শেষে শিল্পের দরােজায় কড়া নাড়ি
শিল্পের কাঁধে রাখি বিশ্বাসের ক্লান্ত করতল।