বৃক্ষের কাছে নতজানু

বেদনার ডালপালা ছাড়া
আমার আঙুল কোনওদিন নাগাল পায়নি কোনও
সুখের সবুজ পত্রপুষ্পদল।
হাত বাড়াতেই তাই ভয়
কাঁটা-ফোটা ক্ষত হাত শুশ্রুষা কোথায় পাবে?
তােমার ছায়ায় বসে আছি অনন্ত কৈশাের,
ঝরা পাতা ঝরা ফুল
অসুস্থ আঙুর যদি কুড়িয়ে ফিরতে পারি।
আমার ধুলােয় লুটোনাে পা,
ভােকাট্টা ঘুড়ির পিছে সমস্ত দুপুর,
অবেলায় খালি হাতে ঘরে গেলে গৃহস্থের অমঙ্গল হয়
কিছুটা অন্তত দাও
ঝরে যাওয়া হলুদ অসুখ
চোখ বুজে সুখ বলে বলাে তাে চালিয়ে নেব।

তুমি সুখ যদি সত্যিকার না-ই দিতে পারাে
দুঃখ দিতে আপত্তি কোথায়?

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)