চাই

ক্রীতদাস চাই, ক্রীতদাস চাই, চাই
তুমি এসাে যদি, পায়ে পড়াে যদি, দেব
দেব খুদকুঁড়াে, দেব অম্বল, নেব
নেব সুখ আর স্বস্তি যেটুকু পাই।

চাই, চাই, চাই, ক্রীতদাস চাই, চাই
নতমুখ চাই, বিনয় নম্র চোখ।
জীবনের প্রতি রােমকূপে শিহরন,
চাই আনন্দ, শীর্ষের সব সুখ।

ক্রীতদাস চাই, না পেলে না পাই, ব্যাস
যেভাবে যেমন হুল্লোড় হয় হবে।
কেউ আসে যদি, বিশেষত তুমি, দেব
দেব যতটুকু, নেব তার চেয়ে বেশি।

চাই ক্রীতদাস, ক্রীতদাস চাই, তাই
যদি কিছু হও, ক্রীতদাস হও ভাল
এমনও তাে হয়, হঠাৎ কখনও আমি
না বুঝে অন্ধ ভালও বাসতে পারি।