দুঃসহবাস

তুমি আমার সর্বনাশ করেছ।

আমার সুস্থতার দিকে এমন এক জীবাণু আক্রান্ত ঢিল ছুড়েছ
যেন যতদিন বাঁচি, ধুঁকে ধুঁকে
অসুস্থ জরায়ু, অসুস্থ ফুসফুস-যকৃত নিয়ে ধুঁকে ধুঁকে।
সারাদিন উলটো সাঁতার, দড়িলাফ, প্রিয় গোল্লাছুট
নেশা যার ভ্রমণ ভ্রমণ
সে যদি বিছানায় সটান শুয়ে থাকে, শিয়রে
জমা হয় কমলালেবু, আঙুর!
আমার অমল আনন্দের দিকে কেন তুমি ছুড়ে দিলে ছেঁড়া জুতাে
বিদ্রুপের তির।
তুমি আমার তাবৎ সুন্দরকে ডুবিয়ে এনেছ নােংরা নর্দমায়
আমি আর তিলার্ধও অবশিষ্ট নেই।
এমন সমূহ সর্বনাশ কে আর করে নির্দ্বিধায়?

তুমি করাে।
তুমি বলেই আমি মেনে নিই সকল দুঃসহবাস।