ইহলৌকিক

চাঁদ দূরে সরো, সোডিয়াম বাতি আজ।
ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়েছি পথে
চুম্বন নেব বিজ্ঞানসম্মত।
শরীরের সব অরণ্য অঞ্চল
এই জীবনের স’মিলে রাখব কেটে।

বায়ুমন্ডলে পারমাণবিক ধোঁয়া,
শ্বাসনালি ভরে নেব অনন্ত আয়ু।
গ্রহ থেকে গ্রহে উদ্ভিদ প্রাণী মিলে
দিন কেটে যাবে বিজ্ঞানসম্মত।

র্নিমাণ, শুধু র্নিমাণ বুঝি আজ
ডায়নোসোরের বিলুপ্তি ঘটে গেছে।
দেহ ও মনের শৃঙ্খলখানি খুলে
চলো বেঁচে উঠি বিজ্ঞানসম্মত।