যাত্রা

আমার কলমগুলােয় মাঝপথে কালি আটকে যায়
আর কারও কি এমন হয়?
একজন আমাকে আঁচল ভরে কলম দিয়ে গেছে
এতকাল আঁচলে করে শুধু শিউলি কুড়ােতাম
একজন খুব কানে কানে বলে গেল
শিউলি নাকি জীবনভর কুড়ােতে নেই।

সে সেই যে গেছে, আর আসার নামগন্ধ নেই
এলে আমার কলমগুলাে সারিয়ে নিতাম
মাঝপথে বাধা পেলে আমার কোথাও
যেতে ইচ্ছে করে না, ফিরে আসি।

কেবল ফিরে আসতে আসতে আমার এখন এমন হয়েছে যে
বছর যায়, বয়স যায়
যে আমি সেই আমি, সেই এক পিঁড়িতেই ঠায় বসে।
কলমগুলােয় মাঝপথে ফের কালি আটকে গেলে
এই তাঁর দিব্যি দিয়ে বলি
রাত পােহালেই আমি কিন্তু শিউলি কুড়ােতে নামব।