যার যা খুশি

অনাবৃত আকাশ রেখে আমি অন্য উঠোন খুঁজব না।
ইচ্ছে করে ঘুরে বেড়াই, উলটো হাওয়া দেয় উড়িয়ে দিক
ভাসব যদি ভেসেই যাব, খড়কুটোর কি আনন্দ কম?
বুকে একটা পুকুর থাকে, সেই পুকুরে ভালবাসার বর্ষা এলে
ডুব দেব না কেন?

যার যা খুশি বলে বলুক।

যার যা খুশি বলে বলুক
উত্তরে যা উত্তরে যা, আমি কিন্তু দক্ষিণে রে
আমার আছে বৃক্ষরাজি, আমার আছে সমুদ্দুর।

যার যা খুশি করে করুক,
বিশ্ব থেকে বিপ্রতীপ, তবু বিশ্ব জুড়ে প্রবল বাঁচি।
উঁচু তলার মানুষ ক্রোধে হুমড়ি খেয়ে পড়ে,
আমি দিচ্ছি মৃদঙ্গতে তাল।
আমার দলে হাড়-হাভাতে, আমার হাতে একশাে হাত
আমার কিছু যায় আসে না।