যে যাবার…

(সে তাে যাবেই)

প্রত্যহ নৈঋত থেকে ছাই রং জামা পরে স্বপ্ন বেড়াতে আসে
দু’-একটা মাঝারি সাইজের কথা বলে
বলে চলে যায়, বেশিক্ষণ বসে না কোথাও।

আমি তার কুশল জিজ্ঞাসা করি
সে তার তর্জনী নেড়ে
গােলাপের পাপড়ি থেকে দু’-এক ফোঁটা শিশির ঝরায়।

শিশিরে দু’হাত ভিজিয়ে গােপনে পাঁচিল টপকে পালিয়ে যায়
তার নামে হুলিয়া ঝুলছে আজ আঠারাে বছর
এ শহর ছেড়ে স্বপ্ন আজ মাঝরাতে উত্তরে পালাবে।

শুনেছি এবার সে অরণ্যে যাবে।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)