জল-জল খেলা

কারও কারও কাছে সমুদ্রের চেয়ে প্রিয় শীতাতপ-নিয়ন্ত্রিত ঘর
কারও কাছে লাগে ঝাউবনের চেয়েও ভাল কঠিন পানীয়
কেবল আমার কাছে নয়।

সমুদ্র যখন খেলে ছুট ছুট গােল্লাছুট খেলা
আমি বিলাসব্যসন ফেলে তাকে ছুঁয়ে দিই, সে ছােঁয় আমাকে
খেলা-খেলা করে বারবেলা পার হয়-

কেউ ঘরে ফেরে, শীতাতপ-নিয়ন্ত্রিত ঘরে
তুলাের চেয়ারে বসে কেউ ঠা ঠা হাসে, তাস বাটে
কেউ ঘুম, কেউ স্বাস্থ্যের তাগিদে অনিচ্ছায় হাঁটে।

জলজ ভালবাসায় আমি ভেসে যাই অনন্তের দিকে-
আকাশ আমাকে যত ছায়া দেয়
পৃথিবীর চার দেয়ালের সব ক’টি ছাদ
আমাকে দেয় না তার আধকণা।