খেলা

ঈশ্বরকে মানুষ খেলায়, না মানুষকে ঈশ্বর,
এই দুটি প্রশ্নের পুকুরে কেউ ডােবে, কেউ ভাসে
সাঁতার জানলে ভাল কেউ কেউ অর্ধেক জীবন দেয় জলে।

জল শুধু ঘােলা হয়, পূর্ণিমায় যদিওবা তাকে বড় স্বচ্ছ মনে হয়
অসুখী পথিক এসে ঘােলা জলও নির্দ্বিধায় দু’হাতে নাড়িয়ে যায়
আসলে মানুষ সংগােপনে তার দ্বিধাকেই অস্থির নাড়ায়।

এইভাবে ঈশ্বর ঈশ্বর খেলা কত দিন খেলছে মানুষ
ঈশ্বরে অধীন—নিজেকে প্রচার করে
মূলত কায়দা করে ঈশ্বরকে খেলায় মানুষ।
ঈশ্বর খেলনা হয়ে ফেরে মানুষের হাতে পায়ে—

চোখ নেই, কান নেই, কোনও বর্ণ নেই
শৃঙ্খলিত নিশ্চল ঈশ্বর প্রকৃতির গালিচায় বসে কাঁদে।
মানুষের অদৃশ্য রুমাল
নিরাকার ঈশ্বরের সাতচক্ষু মােছে।