কষ্টচারণ

আমার বুকের মধ্যে একটা গােপন হাতুড়ি থাকে।
আমি তােমার স্বপ্নগুলাে ভেঙে টুকরাে করি
গুঁড়াে করি,
তরল করি,
অতঃপর পান করি।
স্বপ্ন পান করতে আমার বড় ভাল লাগে।

স্বপ্নগুলাে এত ভারী পাথর,
আমি না পারি লােফালুফি করে আদর করতে,
না পারি ঝাড়-জঙ্গলে ফেলে দিতে।
পাথর নিয়ে আমি আর পারি না, তবু তােমার
স্বপ্ন আমাকে এমন বাঁচা বাঁচায়, যে
আমার সারা গায়ে সুখের কুষ্ঠ হয়
সুখে ভুগতে ভুগতে আমি মরে যাই।

আমার বুকের মধ্যে একটা খালি কৌটো আছে,
ওতে কিচ্ছু নেই,
কিছু না থাকার রিনরিন শব্দ শুনি মাঝে-মধ্যে মধ্যরাতে।
এই শব্দ আমাকে ঘুম পাড়ায়, ঘুম ভাঙায়।

কিছু নেই,
আসলে কিছু না-থাকাই আমার ভাল।