কূল-কিনার নেই

একা মানুষকে কে আর সামলে-সুমলে রাখে কতদিন?
সকলের নাটাই সুতাে কিছু না কিছু আছেই
যে যার আকাশে ফাঁক পেলেই উড়িয়ে দেয়
সাতরঙা ঘুড়ি।

একা মানুষকে গল্পগাছা শােনাতে দু’একজন যাও আসে
চলে যায়,
সকলের সময় বাঁধা কোথাও, কোনও না কোনও ডিঙি কোনও ঘাটে
কেবল যে একা, তার নেই, সময়ের ভূত-ভবিষ্যৎ নেই
যেমন আমার নেই- কূল-কিনার নেই।
সংসারী মানুষেরা আসে, দু’-চার কাপ চা পান শেষে
শুভাশিস জানায়, চলে যায়
এইসব আশিস ফাশিস জমতে জমতে আমার ঘর এখন উপচে পড়ে।

রাতবিরেতে শূন্যতার নােখলা হাত আমাকে খামচে ধরলে
শুভাশিসগুলােকে এত ডাকি, কই কেউ এসে তাে আমাকে বাঁচায় না।
একা মানুষের জন্য আসলে একজন মানুষ দরকার
ঘড়া ভর্তি শুভাশিসে আমার ছাই হবে।