মাঝরাতের আলাে

পেছনে কিছু নেই, পেছনে ফাঁকা ঘর, পেছনে খােলা মাঠ
পেছনে শূন্যতা, স্মৃতির তােরঙ্গে তিনশাে আরশােলা
পেছনে ভুলচুক, পেছনে খাল নালা, পতন নিশ্চিত
পেছনে ক্রন্দন, পেছনে কেউ নেই, অন্ধ হাঁটাহাঁটি।

সামনে পেতে পারি, সামনে কিছু যদি
সামনে যদি থাকে সামনে সামান্য-
সামনে দু’একটি পাথর যদি মেলে
পাথরে পাথরেই আগুন জ্বেলে দেব।
আগুন অন্তত তাড়াবে সাপখােপ
বৃক্ষ চিনে নেব চিনব তরুলতা
সবচে ভাল হয় মানুষ যদি চিনি।