না বােধক

একজন আমাকে একমুঠো স্বপ্নের গুঁড়াে দিয়েছিল
আমি ভুল করে জীবনের জলে সেই গুঁড়াে গুলতে গিয়েছি।
জলে এত কিছু মেশে, দুঃখ সুখ পাশাপাশি দ্রবীভূত হয়।
এত নাড়ি-চাড়ি, ঘাঁটি, স্বপ্নের গুঁড়াে
জীবনের জলে তবু সামান্য মেশে না।
ভালবাসার চামচ নেড়ে আমি রাত্রিদিন
দ্রবণের অপেক্ষা করি।
মেশে না, মেলে না।

কত কেউ দিয়েছিল,
দিয়েছিল সাতরং গুঁড়াে। মেলে না, মেশে না।
আসলে স্বপ্নের সব গুঁড়াে শেষ বিকেলের দিকে
ফুঁ দিয়ে হাওয়ায় উড়িয়ে দেওয়াই ভাল।
বাতাসে হারিয়ে যাবে, শূন্য আকাশ দেখে
মাঝে-মধ্যে হবে চমৎকার স্বপ্ন-রােমন্থন।

জীবনকে কেবল সাদামাটা যাপন করা ছাড়া
কিছুই করার নেই তৃতীয় বিশ্বের এক অনাথ মানুষের।