না হয় হই

টোকা দাও,
টোকা দিলে মাধবীলতার
শিশির যেমন ঝরে,
টোকা দিলে পুরনাে পলেস্তারার মতাে
টোকা দিলে জলে ভেজা দু’দিনের গােলাপের মতাে
নির্মল ঝরব আমি।

টোকা দাও
দিয়ে দেখ
দিনে দিনে কতটা জমেছে বুকে
বেদনার পুরাে পুনর্ভবা।

অস্পৃশ্যকে শখ করে ছোঁবার সাহস করে
এমন পাপিষ্ঠ নেই।
তবু একবার টোকা দাও
না হয় তােমার আস্তিনের ধুলাে হই!