নারী ১

বিস্তৃত এলাকা জুড়ে মেয়েমানুষেরা আজ বেসাতি সাজায়
দেহ নয়, রূপ নয়, সমুখে তাদের পণ্য ধুলায় বিছানাে
কুমড়া, পটল, লাউ, পুঁই আর ডাটা শাক খেতের বেগুন
কে যেন সুদূর থেকে করুণ বেসুরাে বাঁশি নিয়ত বাজায়
কারও বউ, কারও বােন, কারও বা জননী তারা, তােমরা তাে জানাে
ঘােমটা ফেলেছে তারা, খসিয়েছে পান থেকে সংস্কারের চুন।

অভাব নেমেছে দেশে, অসুরের শক্তি দেহে বেজায় বেহায়া
বিশাল হাঙর মুখ, ছিঁড়ে খায় মাটি থেকে শস্যের শিকড়
অপয়া অভাব ঘরে, শুষে খায় প্রিয় খুব ভাতের সুঘ্রাণ
মারমুখাে জানােয়ার দু’হাতে খাবলে নেয় প্রশান্তির ছায়া
রাত থেকে নিদ্রা কেড়ে আগামীর স্বপ্ন ভেঙে পােড়ায়েছে ঘর
ভিটেমাটি সব গেছে, পােড়া দেহে শুধু কাদে বিকলাঙ্গ প্রাণ।

অন্ধকার জীবনের দরােজায় কড়া নাড়ে আলােকিত খিদে
বিকট হাত পা মেলে বেলাজ বেঢপ খিদে নৃত্য করে খুব
গতর খাটিয়ে খেয়ে অভাগীরা তির ছছাড়ে খিদের শরীরে
রং চং মুখে মেখে তেরঙা শাড়িতে নয়, বড় সাদাসিধে
শহরের ফুটপাতে সাহসে দাড়াল এসে পুণ্যবতী রূপ
সুলভে শরীর নয়, গর্বিত নারীরা বেচে দুধ কলা চিড়ে।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)