নারী পুরুষ পদ্য


পুরুষ পুরুষ করে নারী
পুরুষ দেবে ঘর
এক জীবনে পুরুষ হবে
মহামূল্য বর।

পুরুষ আলাে, পুরুষ ভাল
পুরুষ হল ঝড়,
সুযােগ বুঝে পুরুষ দিল
নারীর গালে চড়।


পুরুষ পুরুষ করে তারা
পুরুষ নাকি নর
পুরুষ ছাড়া কার কাঁধে আর
পঙ্গু নারীর ভর?

তুলাে-নারী পুরুষ যাচে
পুরুষ দিল ধুন,
নগ্ন দেহ মগ্ন মাথা
নারীর মুখে চুন।


পুরুষ তার বৃক্ষ হবে
পুরুষ হবে ছায়া
মহানুভব পুরুষ দেখে
নারীর জাগে মায়া।

সেই পুরুষই কষে দিল
নারীর পিঠে কিল,
ডাগর দু’চোখ উপড়ে নিল
পুরুষরূপী চিল।


পুরুষ এলে ফুল ফুটবে
পুরুষ দেবে সুখ,
পুরুষ পেয়ে ফর্সা হবে
কালাে নারীর মুখ।

পুরুষ নামে অন্ধ তারা
পির ফকিরের ফুঁ,
সতীসাধ্বী নারীর গায়ে
পুরুষ দিল থুঃ।