নির্বাসন ২

পৃথিবী আঁধার করে ফিরে যায় অমল রোদ্দুর,
পেছনে কালিমা রেখে ফিরে যায় সবুজ সুষমা,
শিকার খুবলে খেয়ে ফিরে যায় চতুর শৃগাল,
লম্পট জুয়ারি ফেরে, অমানুষ, মদ্যপ শকুন।

তুমিও তেমনি করে ফিরে যাও পরানের রােদ,
ঘুরঘুট্টি কালাে রাত ফেলে তুমি বনবাসে যাও,
সােনালি ডানার রােদ উড়ে যাও পরবাসে যাও।
নারীর শরীর ফেলে ফিরে যায় জলাতঙ্ক রােগী,
উত্তাল জোয়ার দেখে কাপুরুষ ঘরে ফেরে ভয়ে।

একফোঁটা জোস্না নেই, সেই ভাল, নিকষ আন্ধার,
অমাবস্যা ডুবে থাক, তবু রােদ খুঁজো না সকাল।