নয়াপল্টন

নয়াপল্টনের মােড়ে তার সাথে দেখা হবে।
কার সাথে জানাে?
এক সুদর্শন যুবকের সাথে।

তার দিকে তাকালে নদীর পাড় যেমন ভাঙে
পম্পাইয়ের অগ্ন্যুৎপাতে শহর ধসে যায়
শীতের সাইবেরিয়ায় বরফের বৃষ্টি যেমন নামে
আমিও তেমন ভেঙে যাই, বরফকুচির মতাে গুঁড়াে গুঁড়াে ঝরি।

যুবক আমার দিকে ফিরেও দেখে না,
যুবকের সময় নেই মানুষের দুঃখ দেখার।

তবুও নয়াপল্টন যাই প্রতিদিন।
কেন যাই জানাে?
যদি সেই সুদর্শন যুবকের দেখা পাই
যদি যুবক আমার দিকে একবার ফিরে দেখে।