অবশেষটুকু

জীবনের দুইভাগ হেলায় হারিয়ে
একভাগ তােমাকে দিলাম।

যতটুকু প্রাপ্য ছিল
ভরা জলে যতটুকু সুখের সাঁতার
আমি তার দু’চার ফোঁটাও
এতটা বয়স গেল কসম দেখিনি।

যে রকম কথা ছিল
আঙুলের ছোঁয়া পেলে একদিন
প্রবল বর্ষিত হবে পুষ্পিত দেহের রেণু
যে রকম কথা ছিল
জীবনের সব চাক মৌ মৌ মধুজলে পূর্ণ হবে

কথা তাে ছিলই, কত কথা ছিল।
হাতের নাগালে আসে কত আর কথার আঙুর?
কিছু কথা জীবনের স্রোত ভেঙে কোথাও হারায়
কথা ছিল, অরণ্যে আগুন পােহাবার কথা।
কোথায় অরণ্য আর কোথায় আগুন
কোথায় শিরিষতলা কোথায় শিশির?

ভােকাট্টা ঘুড়িতে গেছে জীবনের দুই ভাগ সুতাে
এক ভাগ এখনও ওড়েনি।

আমার নাটাই থেকে এক ভাগ সুতাে তুমি
আকাশে ওড়াবে কোনও উত্তুরে হাওয়ায়
না কি ওই সুতােয় পেঁচিয়ে নিজে বাঁধনে জড়াবে
—সে তােমার খুশি।

এই নাও শর্তহীন এক ভাগ স্বপ্ন তােমাকে দিলাম।