অল্প কথা

-ঘরে ঘরে বিক্রি করে তারা একটি জিনিস
-তারা কারা?
-মেয়েমানুষেরা।
-কী জিনিস বিক্রি করে?
-স্বাধীনতা।
-বিনিময়ে কী দেয় ক্রেতারা?
-ভাত পরনের দু’তিনটি শাড়ি,
আর সাপ্তাহিক মামুলি সঙ্গম।
-পৃথিবীতে স্বাধীনতার চেয়ে বড় আর কিছু নেই
স্বাধীনতা কখনও বিক্রির নয়।
-কেন, এ তাে এক অনন্ত বােঝা।
-কী রকম?
-তার স্বাধীনতা এ সমাজ বৈধ মানে না, যদি সে নারী হয়।
-সে যদি সক্ষম হয় শিরদাঁড়া সােজা করে দাঁড়াবার, হেঁটে চলবার?
-তবু নয়।
-যদি পারঙ্গম হয় খেয়ে পরে বাঁচবার, কথা বলবার, হাসবার?
-তবু নয়।
এ বাজারে যার বিক্রি নেই তাকে দুয়াে দেওয়া আমাদের সামাজিক রীতি।
-এ রীতি কাদের তৈরি?
-কতক পুরুষ।
-আহা বেশ বেশ! পুরুষেরা ভাল জানে
বাণিজ্যের ছলাকলা, রীতি আর নীতির নির্মাণ!