পরিচয়

তাকে আমি যতটুকু ভেবেছি পুরুষ
ততটুকু নয়,
অর্ধেক ক্লীব সে
অর্ধেক পুরুষ।

একটা জীবন যায়
মানুষের সাথে শুয়ে বসে কতটুকু চেনা যায় প্রকৃত মানুষ?
এতকাল ভেবেছি যেমন
যাকে ঠিক যতখানি সঠিক জেনেছি
সে তার কিছুই নয়, যাকে চিনি
আসলে সবচে’ বেশি আমি চিনি না তাকেই।

যতটুকু তাকে আমি ভেবেছি মানুষ
ততটুকু নয়,
অর্ধেক পশু সে
অর্ধেক মানুষ।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)