প্রাপ্তি

সাতসকালে খড় কুড়ােতে গিয়ে
আমার ঝুড়ি উপচে গেছে ফুলে
এত আমার কাম্য ছিল না তাে!
এখন আমি কোথায় রাখি, কোথায় বসি, কোথায় গিয়ে কাঁদি।

পুরাে জীবন শূন্য ছিল, ছিল
কারু তাে আর দায় পড়েনি দেবে
তুমি এমন ঢেলে দিচ্ছ, ভরে দিচ্ছ, কাছে নিচ্ছ টেনে
এত আমার প্রাপ্য ছিল না তাে!