সম্প্রদান

একবার ভিক্ষা চাও
এ হাত আমার হাত, এই হাতে খুদকুঁড়াে ওঠে না কখনও
দিতে হলে মােহরই দেব।

কড়া নেড়ে প্রতীক্ষায় দাঁড়াো ভিক্ষুক কড়া নাড়াে
কড়া নাড়াে জীবনের অযুত বছর ঘুম
একবার পারাে তাে ভাঙাও।
এ চোখ আমার চোখ, এ চোখের চেয়ে
বেশি নীল অন্য আর আকাশ কোথায়?
তােমাকে মােহর দেব। ভয় নেই।
ভিক্ষা চাও। চেয়ে দ্যাখাে
আমি আর যা কিছুই পারি
একবার দু’হাত বাড়ালে
তাকে আমি ফেরাতে পারি না।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)