সমুদ্র বিলাস ৩

দারুচিনি চায়ে ঠোট, বাঁপাশে সমুদ্র ডাকে আয় আয় আয়
উত্তুঙ্গ হাওয়া এসে উলােক ঝুলোক করে মেহগিনি শাড়ি
জোয়ারের বেলা শেষ, ভাটার টানে বা যদি নিরুদ্দেশে যাই
বাদামি শরীর যদি নিমেষে হারায় কোনও পাতালপুরীতে
চাদ্দিকে নিঃশব্দ কাপে, ঝাড়বাতি আধাে আলাে, পায়েতে রুপাের
শিয়রে সােনার কাঠি রাজকন্যা ঘুম যায় জাদুর পালঙ্ক

নােনাজলে ঠোট রেখে উপচে পড়েছে দেখি আকাশে পূর্ণিমা
শরীরে উল্লাস নাচে, কঁচা অঘ্রানের স্বাদ তুফান নামায়
ঘুম আয় ঘুম আয় হৃদয়ে সমুদ্র ডাকে আয় আয় আয়
শিয়রে সােনার কাঠি রাজকন্যা ঘুম যায় জাদুর পালঙ্ক