স্বপ্নোত্থিত

লৌহিত্য নদের পাড়ে ছিল আমার শহর
শহরের কোলে যেই বাড়ি দোল খায়
সেই বাড়ি আমাদের বাড়ি।
বাড়ির বাগান থেকে যে বছর সব ফুল ঝরে গেল
সে বছর গােপনে আমারও পার হল একুশ বছর।

মেঘনার জল দেখে লৌহিত্য নদের মুখ মনে পড়ে
যমুনা সাঁতার দিলে মনে পড়ে
দূর থেকে তিতাসের সামান্য কিনারা দেখে মনে পড়ে
আমার দু’চোখ থেকে নামে লৌহিত্যের লােনা জল।

আমার শহর ছেড়ে ঘুরি-ফিরি সকল শহর
পদ্মার শরীর ঘেঁষে ঘনিষ্ঠ দাঁড়ালে পদ্মা ভাল না বেসে পারে না।
সকল নদীর জলে লৌহিত্যের জল
আমার শহর দেখি সকল শহরে।
খাঁচা ভেঙে ভালবাসা বাইরে বেরিয়ে দেখে অসীম আকাশ।

পৃথিবীতে এমন শহর নেই যে শহর আমার শহর নয়
পৃথিবীর কোনও নদী এমন দেখিনি আমি
যে নদী লৌহিত্য নয়।