শুভ বিবাহ

আমার জীবন
চর দখলের মতাে দখল করেছে এক বিকট পুরুষ।
আমার শরীর চেয়েছে সে নিজের অধীন।
ইচ্ছে করলেই যেন মুখে থুতু, গালে চড়
নিতম্বে চিমটি দিতে পারে।
ইচ্ছে করলেই যেন শাড়ি-কাপড় লােপাট করে
মুঠোর ভেতর নিতে পারে উলঙ্গ সুন্দর।
ইচ্ছে করলেই যেন উপড়ে ফেলতে পারে চোখ
ইচ্ছে করলেই যেন শিকল পরাতে পারে পায়ে
ইচ্ছে করলেই নির্বিকার চাবুক চালাতে পারে
ইচ্ছে করলেই কেটে নিতে পারে হাত, হাতের আঙুল
ইচ্ছে করলেই কাটা ঘায়ে পারে ছিটোতে লবণ
চোখের ভেতরে দিতে পারে গােল মরিচের গুঁড়াে।
ইচ্ছে করলেই যেন রামদায়ে কুপিয়ে কাটতে পারে ঊরু
ইচ্ছে করলেই যেন ফঁসিতে ঝােলাতে পারে দেহ।
আমার হৃদয় চেয়েছে সে নিজের অধীন।
যেন তাকে ভালবাসি
রাতের একলা ঘরে
নিদ্রাহীন দুশ্চিন্তায়
জানালার শিক ধরে অপেক্ষায় কাঁদি।
মিশিয়ে চোখের জল সেঁকে রাখি ত গড়া রুটি,
তার শতচারী শরীরের ক্লেদ
যেন আমি পান করি অমৃত সমান।
যেন তাকে ভালবেসে গলে যাই সােনালি মােমের মতাে
কোনও পুরুষের দিকে দু’চোখ না তুলে
আজীবন যেন দিই সতীত্ব প্রমাণ।
যেন তাকে ভালবেসে
কোনও এক জোস্না রাতে বিষম আবেগে আমি আত্মহত্যা করি।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)