সঙ্গীহীনের ঘরে

আমার দু’চোখে জল নেই দেখ, দুই চোখ পুড়ে ছাই
সারাদিন চোখ খুঁজে ফেরে এক শ্মশ্রুধারীর মুখ,
মিছিলে, মঞ্চে, পথে, ঘাটে, মাঠে, দুপুরের ফুটপাতে
খুঁজতে খুঁজতে ক্লান্ত দু’চোখ অন্ধ-আগুনে পােড়ে
পুড়ে ছাই হয় এই সর্বাঙ্গ শীতার্ত রাত্তিরে।
তবু খুঁজে দেখি নিজেকে জড়িয়ে অবাধ ফুরিয়ে যদি
স্মৃতির শরীরে হাত ছোঁয়াবার যােগ্যতা কিছু জোটে-

ব্রহ্মপুত্রে জল ফুরিয়েছে আমার দু’চোখও ফাঁকা
ধু ধু দুই চোখ শাসন মানে না, চরে, ধানখেতে, বিলে
হাডুডুর মাঠে, ভরা পুকুরের ছিপ ফেলা জলে খোঁজে
খুঁজে ফিরে আসে ব্যর্থ দু’চোখ সঙ্গীহীনের ঘরে।
দেখে হেসে ওঠে এই শহরের নিন্দুক কবিকুল
টিপ্পনী কাটে শ্মশ্রুধারীর চৌকশ সহযােগী
আকাশের কালাে কাক ও শকুন মর্তে দাঁড়িয়ে নাচে।