তুমি দুঃখ দিতে ভালবাসাে, দাও

আমাকে আমার বয়সি একটি দুঃখ দাও
আমি দুঃখ পেতে ভালবাসি।

দুঃখের সাথে দিনভর হাঁটুঅব্দি
ধুলাে মেখে খােলা মাঠে গােল্লাছুট খেলব
দুঃখের সাথে সারাদুপুর পুকুরে ডুবসাঁতার খেলে
ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে
দু’এক টুকরাে সুখের গল্প করতে করতে বাড়ি ফিরব।
আমাকে আমার বয়সি একটি দুঃখ দাও
আমি দুঃখ পেতে ভালবাসি।

দুঃখকে সাথে নিয়ে
স্মৃতির পায়ে ঘুঙুর বেঁধে
পুরােটা বিকেল কানামাছি ভোঁ ভোঁ
রাত্তিরে ওর গায়ে গা জড়িয়ে ঘুমোব যখন,
স্বপ্ন এলে পিঁড়ি পেতে বসতে দেব।
বিছানার এপাশ থেকে ওপাশ দুঃখকে পােষা বিড়ালের
মতাে বুকের মধ্যে জাপটে ধরে আদর করব
দুঃখ আমাকে সকালবেলা ডেকে তুলে
বাথরুমে নেবে, নাস্তার টেবিলে…

আমাকে আমার বয়সি একটি দুঃখ দাও
আমার অধিক বয়সি নয়।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)