পুবালী বাতাসে

পুবালী বাতাসে…
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
বাদাম দেইখ্যা, চাইয়া থাকি
আমার নি কেউ আসে রে।

যেদিন হতে নয়া পানি
আইলো বাড়ির ঘাটে… সখী রে
অভাগিনীর মনে কত,
শত কথা ওঠে রে।

গাঙে দিয়া যায় রে কত
নায় নাইওরির নৌকা… সখী রে
মায়ে-ঝিয়ে বইনে-বইনে
হইতেছে যে দেখা রে।

আমারে নিলনা নাইওর
পানি থাকতে তাজা… সখী রে
আমি দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে।

কতলোকে যায় রে নাইওর
এই না আষাঢ় মাসে… সখী রে
উকিল মুন্সীর হইবে নাইওর
কার্তিক মাসের শেষে রে,
উকিলেরই হইবে নাইওর
কার্তিক মাসের শেষে রে।

কন্ঠ: বারী সিদ্দিকী