সহসা দ্বীপ

মনে পড়ে, পড়ে না
সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে,
ছুঁটে চলা, অবাক জল রাশির সীমানায়
সহসা দ্বীপ।

ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে
ক্লান্তি সরিয়ে দেখি, সে কি বিস্ময়ে, মনে পড়ে?
ধুলোর মিছিলে, নিঃশ্চুপ বিকেলে
বৃষ্টি নামবে বুঝি দিগন্ত ছাঁড়িয়ে, মনে পড়ে?
অবাক জলধারার সেই,
সহসা দ্বীপ।

মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে
স্নিগ্ধ পাখির ঝাঁকে, সে কি বিস্ময়ে, মনে পড়ে?
পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে
জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে?
অবাক জলধারার সেই,
সহসা দ্বীপ।

কন্ঠ: তানজির তুহিন
সুর: ইয়াসির তুষার