মন পবনের নৌকো

অভিমানগুলো ছুটি দিয়ে দাও
অভিযোগগুলো মেঘেতে ভাসাও,
ভালোবাসায় ভাসুক সোহাগী সকাল
খুনসুটিতে মাতুক আবেগী বিকেল।

মন পবনের নৌকো ভাসাও
যতদূরে ইচ্ছে যাও নিয়ে যাও।

রোদজ্বলা দুপুরে থাকলে পাশে
হয়ে যাও তুমি শীতল ছায়া,
অনেক কিছু হারিয়ে শেষে
তুমি যেন আমার অনেক পাওয়া।

আঁধার রাতে চলার পথে
জোছনা হয়ে পথ দেখাও,
সবকিছু ভুলে গিয়ে এই আমাকে
একটু একটু বাঁচতে শেখাও।

কন্ঠ: সাঈদ হাসান টিপু, তোনি
সুর: রাজীব হোসেন