অভিমানের পানসী

অভিমানের পানসী ভাসাও
দূরে অনেক দূরে,
মন খারাপের দিনটা তোমার
আর যেন না ফেরে।

চলো দু’জনেতে যাই হারিয়ে
মন নদীটার তীরে,
হৃদয় যেথায় পাল তুলেছে
অথৈ স্রোতের ভীড়ে।

দু:খ পাখিটা দাও উড়িয়ে
দূর আকাশের নীলে-নীলে,
কষ্টগুলো দাও, দাও ছঁড়িয়ে
কবিতা গানের ছন্দ-মিলে।

কান্নাগুলো দাও মিশিয়ে
নীল সাগরের অথৈ জ্বলে
বেদনাগুলো যাও ঝরিয়ে
অঝোর শ্রাবণ ধারা হয়ে।

কন্ঠ: শাকিলা জাফর, বাপ্পা মজুমদার
সুর: রাজীব হোসেন