প্রকাশনীতে স্বাগতম
বাংলা ভাষায় রচিত কবিতা, গান, কলাম, প্রবন্ধ, গল্প ছাড়াও বিভিন্ন ধরনের সাহিত্যকর্মকে একটি স্থানে সংরক্ষণের উদ্দেশ্যেই মূলত এই সাইটটির আত্মপ্রকাশ। যদিও এটি একটি ব্যাপক ধারনা তবু স্বল্প পরিসরেই এর সূচনা করার প্রয়োজনীয়তার তাগিদ থেকেই ব্যক্তিগত প্রচেষ্টায় এর যাত্রা শুরু হলো।
বলতে দ্বিধা নেই যে এই ভাবনার উদয় হয়েছে বেশ আগেই, তবুও শুরু করার দু্ঃসাহস হয়নি। বারংবার এক পা এগিয়ে, দু’পা পিছিয়ে গিয়েছি শধু কাজের ব্যাপকতার কথা ভেবেই। কিন্তুু ঐ যে, ভালোবাসা! মাতৃভাষার প্রতি এ প্রেম, এ ভালোবাসার কাছে বারবার অসহায় আত্মসমর্পন করে শিখেছি হাসিমুখে অজানা পথেও পা বাড়াতে। এ প্রত্যয় আমার, এ শপথ আমার, বাকিটা আপনাদের হাতেই থাকছে।
এ পথ চলতে চলতে হয়তো অনেক ভুলে জড়িয়ে যাবে সব, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।
মন্তব্যসমূহ