অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের অতুল প্রসাদ সেন এক অতি পরিচিত নাম। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত যেসব কবি বা সাহিত্যিক রবীন্দ্রনাঠ ঠাকুকের প্রতিভার প্রভাববলয়ের মাঝে বিচরণ করেও বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন, অতুল প্রসাদ সেন ছিলেন তাদের মাঝে অন্যতম। সমকালীন গীতিকারদের তুলনায় তার সঙ্গীত সংখ্যা সীমিত হলেও উনার অনেক গানে সাঙ্গীতিক মৌলিকত্ব পরিলক্ষিত হয়; আর এ কারণেই তিনি বাংলা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র আসন লাভ করেছেন। তার গানগুলি অতুল প্রসাদের গান নামে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত। তার সর্বমোট গানের সংখ্যা মাত্র ২০৬টি এবং সে সবের মধ্যে মাত্র ৫০-৬০টি গান গীত হিসেবে প্রাধান্য পায়।
কলাম
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।
ইতিহাস
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।
চিঠিপত্র
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।
কবিতা
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।
প্রবন্ধ
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।
গান
গল্প
সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।