আইয়ুব বাচ্চু

( ১৬ আগস্ট ১৯৬২ - ১৮ অক্টোবর ২০১৮, উইকিপিডিয়া )

একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ১৯৭৭ সালে তিনি ফিলিংস ব্যান্ডে যোগদান করেন এবং ব্যান্ডটির সাথে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন। পরবর্তীতে ব্যান্ড সোলস-এর প্রধান গীটারবাদক হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে তিনি তার নিজের ব্যান্ড দল লিটল রিভার ব্যান্ড গঠন করে, যা পরবর্তীকালে লাভ রানস ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল.আর.বি. নামে জনপ্রিয়তা লাভ করে। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গীটারবাদক বলা হয়।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।