বিভাবতী দেবী চৌধুরাণী

( )

কবি বিভাবতী দেবী চৌধুরাণী সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তার শুধুমাত্র একটি কাব্যগ্রন্থ "খোঁজে" পাওয়া যায় যা ১৯২৫ সালে (১৩৩২ বঙ্গাব্দে) প্রকাশিত হয়েছিলো। বইটির প্রাপ্তিস্থান ছিলো প্রকাশকের নিকট এবং অশুতোষ লাইব্রেরী, আলবার্ট লাইব্রেরী, ভট্টাচার্য্য এণ্ড সন্স প্রভৃতি কলিকাতা ও ঢাকার প্রধান প্রধান পুস্তকালয়। কাব্যগ্রন্থটি যেহেতু ঢাকা থেকে ছেপে বেরিয়েছিলো এবং কবির নাম দেখে মনে হয় তিনি কোনো জমিদার বা রাজন্যবর্গের বধু ছিলেন। সমসাময়িক কালে একজন বিখ্যাত মহিলা ছিলেন একই নামে এবং তিনিও ঢাকার নিকটেই বসবাস করতেন। এই বিভাবতি দেবী চৌধুরাণী ছিলেন ভাওয়ালের মেঝকুমার রমেন্দ্র নারায়ণের বিবাহিতা স্ত্রী। ভাওয়ালের মেঝকুমারের প্রত্যাবর্তন নিয়ে সেই সময়ে ভাওয়াল সণ্ণাসিড় মামলা বেশ সাড়া জাগিয়েছিলো। তবে এই কবি এবং মেঝকুমারের স্ত্রী একই ব্যক্তি কিনা সেটা সঠিকভাবে জানা সম্ভব হয়নি।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গান

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।