প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সর্বোপরি একজন শিল্পী। ব্যান্ড সংগীতের প্রতি তার ভালোলাগা ছোটবেলা থেকে শুরু হলেও মূলত আশির দশকের শেষ দিকে তিনি প্রত্যক্ষভাবে সংগীতে জড়িয়ে পড়েন। নব্বইয়ের দশক থেকে তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং অসংখ্য একক এবং যৌথ এ্যালবামে গান লিখা, সুর করা এবং কম্পোজিশন করেছেন।