রজনীকান্ত সেন

( ২৬ জুলাই ১৮৬৫ - ১৩ সেপ্টেম্বর ১৯১০, উইকিপিডিয়া )

রজনীকান্ত সেন একাধারে ছিলেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার। তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয় ছিলো ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেম। তার রচিত স্বদেশ প্রেমে উদবুদ্ধ এই গানটি 'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই' সেই সময় সর্বজনমনে বেশ স্পর্শ করেছিলো।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

কবিতা

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।